750
আমার তো ছুটি হয়ে গেল
বলে দিল, আজ থেকে ছুটি
আহা.. ছেলেবেলা, মেঘের রাজ্যে ছুটোছুটি
তাবৎ ঘাস, নদীর পানি কিংবা মহিষের গাড়ি;
এখন ছুটি হলে আর ঘণ্টা পড়ে না
কতকাল থেকে স্থির সময়ে আটকা পড়ে আছি
বলছ আমার ছুটি, হৃদমাঝারে আটকা আছে
একটা ডাংগুলি।
**//** ধানমন্ডি, ঢাকা।