319
আমার কী সুন্দর এক বিরহ আছে
যত্নে লালন করা স্বপ্ন যেমন;
আমি অতীত কে নিয়ে থাকি না যদিও –
এই সব বিরহের সম্ভাবনা ভাবতে ভাবতে
অদ্ভুত এক বর্তমানে সবকিছুর সাথে আপোষ করে চলি;
এই সুন্দর বিকেলে শচিন কর্তা আর আমি পরস্পরের দিকে তাকিয়ে আছি।
**//** গ্রিন লিলি, ধান্মন্ডি, ঢাকা।