842
বন্ধ ঘরের অন্ধকারে
একলা নিঝুম রাত্রিবেলা
কে এসে আজ জ্বালবে আলো
কে দিবে ফুল প্রভাত বেলা?
আমার আকাশ সেই তো আছে
আগের মতোই উড়ন্ত মেঘ
হথাত কোথায় দমকা হাওয়ায়
একলা হল যাবার বেলা।
আজকে দেখি হাতের পরশ
পরছে একটু অন্যভাবে
লিখব বলে বসে ছিলাম
লেখার খাতা কোথায় যাবে?
তোমায় ছিল লেখার কথা
আমার খাতা আমার ব্যাথা
তবু দেখো বন্ধ ঘরে
একলা আমার মেঘের ডানা।
বলব বলেই হয়তো দেখো
লিখছি আজও আগের মতোই
বলেছিলে লিখতে হবে
বলতে গেলেই শুধু মানা।