246
আমার নির্বাসনে সঙ্গী কেবল ছায়া
জলরাশি, ছায়াপথ, পরস্পরের ভাবনা
ক্রমাগত ভুলে যাওয়া অভ্যাস অথবা
শেষ টেলিফোনের মতো ভারাক্রান্ত সময়-
অতিক্রান্ত স্মৃতির পাহাড়, অজানা হাসি
বিষাদের ধারাপাত শেষে পাশে বসি-
নির্জনতার মধ্যেই আমি আছি
ছায়া ছিল তার জলের মতোই নীল
হাসি ছিল তার অদ্ভুত এক চিল
উড়ে গেছে, দায়সারা পালকের গল্পে স্থির।
**//** ধানমন্ডি, ঢাকা।