217
নিবিড় অরণ্যে তুমি একা
জনহীন প্রান্তরকেই একা মানি
অথচ কাছাকাছি জিনোমের কত কিছু-
আমি জনস্রোতের মাঝে চুপ হয়ে আছি
প্রিয় মুখ, প্রিয় আব্দার, প্রিয় কথা
সবকিছু ছাড়া বেঁচে থাকা আর
অরণ্যের মাঝে বয়ে চলা নির্ঝর
জলের গতিতে ধাক্কা লাগার নুড়ির শব্দ
প্রিয়হীন পাথরের মতো- একান্ত আমি-
ভালো নেই-
**//** ধানমন্ডি, ঢাকা।