332
তুমিও পাহাড়ের মতো আছ
চুপচাপ, প্রকাণ্ড স্থির;
জীবনের সকল আয়োজনে
ফিরে ফিরে তোমার সান্নিধ্য পাই
বিমূর্ত ভাবনাগুলোর ছায়ায়-
একটা পাহাড়কে ভালোবাসতে গিয়ে
নিশ্চল পাথরের মতো দিনে দিনে একা হয়ে গেছি।
**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।