1K
প্রতিটি শিশুর জন্মের সংবাদে
পৃথিবীর টিকে থাকার কারণটুকু পাই-
নিশ্বাস এখনো আছে, আদিম গাছেদের ছায়ায়
ক্রমে ক্রমে প্রতিটি মহাদেশ দূরে সরে যায়-
কী হতে চেয়েছি জীবনে!
আমরা কী হতে চেয়েছিলাম?
প্রতিটি ডিএনএতে কারা লিখে রেখে গেছে
একদিন সময় কে জয় করার গল্প?
**//** ধানমন্ডি, ঢাকা।