267
কল্পনায় তোমার বেড়ে ওঠা দেখি
প্রতিটি বসন্ত অথবা নভেম্বরে-
কন্যা সন্তানের মুখের আদলে খুঁজে নেই
আমার অমর হওয়ার গল্প।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।