349
লিখে রাখছি অবহেলা – ভাবছ তুমি
ভুলে গেছি কবেকার ধুলো, অপ্রেম
অবশিষ্ট বসন্তবাতাস, অযথা অনুযোগের যোগাযোগ-
স্মৃতির ম্লানতায় হারিয়ে গেছে পিচরাস্তার পাশের মেঠোপথ;
আর একবার দরজায়, দৃষ্টি যায়,
সে ঘর আমায় টানে না আর
স্মৃতির বিস্তার থেকে অসীম নিস্তার
এ জীবনের অর্জন যত
অসময়ে ফিকে হয়ে সব সার।
**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।