540
ঘুমাও চন্দ্রকণা
নিশ্চুপে কতকাল হল পার-
আজি নিশিথে কিছুক্ষন বাহানা দরকার-
ভুল ছিল অথবা না
কে কার হিসাব নিচ্ছে এই জগৎ সংসার!
তাই বলে কেন অসীম অন্ধকারে ব্যবচ্ছেদ করো?
সোনার সংসার পুরে হোক ছাড়-
আজ রাত্রে আমাদের বাহানা দরকার।
তোমার মুখের দিকে চেয়ে এক লহমায়
ফিরে যাই এক গন্ডা বছরে আবার-
চন্দ্রকণা ঘুমাও এবার।
**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।