হৃদয়ের নদীর কাছে প্রশ্ন অনেকটুকু

by nirjhar
prairie, river, stream

প্রতিটি মোহনায় গিয়ে দেখতে হবে
জনপদগুলোর সব গল্প কেমন করে মিশে একাকার হয়ে যায়;
জানতে হবে বহমান জলরাশি কেমন করে বিচ্ছিন্নতায় মানুষকে সংরক্ষণ করে রেখেছে;
ঘোরলাগা কালে, চুপচাপ প্রাচীন সভ্যতাগুলোর কথা ভাবি
পলিমাটিতে মুছে যাওয়া সংগ্রামী মানুষের পায়ের ছাপ টিকে থাকে নি,
অথচ শাসকদের প্রাসাদ কিংবা শহর অবিচল- প্রত্নতাত্ত্বিক মুগ্ধতা।
ফুলকুমার কিংবা মেঘনা, আমার নদী ভাবনায় যে গল্প রচিত হয়
তা কেবল ক্ষয়ে যাওয়া মানুষের আয়ুরেখা-প্রতিটি মোহনার পর সঞ্চিত হয়ে আছে;
হৃদয়ের নদীর কাছে প্রশ্ন অনেকটুকু!
আর কতকাল বয়ে গেলে, ক্ষয়ে ক্ষয়ে একটা নতুন গল্প হয়ে উঠবো?

**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।

You may also like

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00