877
যত দূরে যাই, জীবন হাতরাই
পাই শুধু অংকের খেলা
যোজন বিয়োজন, হয়তো জীবন
ফিরে পাই মেলা-না’মেলা।
তবুও আকড়ে ধরে বাঁচিবার সাধ
ক্লীশে, অতিবার; ভয় পাই এ জীবনের
হারানো ভাণ্ডার,
রাত শেষে তবু রাতেই ফিরে যাই!
এই যে এখন রাত্রির বেলা
আলো আঁধারির খেলা
এসময়ই বসে ভাবেন জীবনানন্দ;
যে জীবন গিয়েছে চলে বহুবার,
জন্মাবার তবুও অকস্মাৎ চারিধার
চেপে ধরে, বুকে উঠে আসে রক্তের প্রতিক্ষা!
সময়, আমার সময়,
তুমি আমার অসময়ে থুথু ফেলে যাও….
3 comments
khub dukhi dukhi kobita mone holo……
jeebon-e to jojon biyojon thakbei……
biyojon er kothagulo nahoe mone na-i ba rakhlen…
shob kichhur por-o ‘ baachibar shaadh’ roe jae…..shei shaadh tai shombol….
bah 🙂
Bah bah 🙂