সকালবেলা রবীন্দ্রনাথের পূজা পর্বের গানগুলো আমার প্রিয়। প্রিয় বললে এটা সঠিক অনুভূতির প্রকাশ হবে না। আমি ধ্যানমগ্ন, তন্দ্রাচ্ছন্ন এবং পরম আবেশ নিয়ে এই সময়টা কাটাই।
আজকেও তেমনই একটি সকাল কাটালাম এবং লিখতে বসলাম। লিখতে হচ্ছে কারণ বসন্ত এসে গেছে। বসন্ত ছেয়ে যায় নি যদিও। বৈশ্বিক উষ্ণতার কবলে ঋতুরাজ বসন্ত মনে হয় বিচলিত। ক্লাইমেট (জলবায়ু) পরিবর্তন হচ্ছে। বসন্ত ঠিক জমে উঠে নি এখনো।
গ্রামে বড় হওয়ার একটা সুবিধা হলো বাংলার প্রতিটি ঋতু আলাদাভাবে অনুভব করা যায়। অবশ্য গ্রামীন সরলতায় অনুভূতি গুলোও বেশ তীব্র থাকে। একদম ফরমালিন ফ্রি অনুভূতি। এই শহরেও আমি বসন্ত টের পাই। বেশ লাগে সেই সময়টা। কিন্তু এবার এখনো বসন্ত বসন্ত ভাবটা আসছে না। তাই আমার নতুন কবিতা নেই। নতুন উচ্ছাস নেই।
ফুল ফুটুক আর নাই ফুটুক তবুও বসন্ত কাল। কোকিল ডাকুক আর নাই ডাকুক, এখন বসন্ত কাল। কবিতা আসুক আর নাই আসুক তবুও আমি বসন্তের কবি।
**//** গ্রিন লিলি, ধানমন্ডি, ঢাকা।